রাজনগরে মৌলভীবাজার সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগ ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
শাহরিয়ার খান সাকিব : বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬ টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে মৌলভীবাজার সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগ ক্লাব (জোন ফ্যামেলি)।
বুধবার ২৫ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার, শার্পনার, ক্লিয়ার ফাইল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন প্রানিবিদ্যা বিভাগ ক্লাব (জোন ফ্যামেলি)’র পৃষ্ঠপোষক আব্দুল বাকের, ক্লাবের সভাপতি নাহিদ আহমদ, সহ-সভাপতি ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ জুনেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ ইরতেজা কামাল রাহাত, কার্যকরী সদস্য শাহ কাওছারসহ অন্যান্যরা।
ক্লাবের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ জুনেদ জানান- ‘বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে প্রানিবিদ্যা বিভাগের ক্লাব কর্তৃক ৪০ হাজার টাকার শিক্ষা উপকরণ রাজনগরের বিভিন্ন স্কুল-মাদরাসায় বিতরন করা হয়। প্রায় ২০০ প্যাকেট উপকরণ এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। আমরা প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৬ টি প্রতিষ্ঠানে এগুলো বিতরণ করি।’
মন্তব্য করুন