রাজনগরে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত
আউয়াল কালম বেগ॥ রাজনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও সকল সরকারি আধা সরকারি সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তদ্ভে পুস্পস্তবক অর্পন করার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। পরে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্তবর্ত্তী, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্ত্তী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ। দিবসটি উপলক্ষে পাঁচগাঁও, খলাগাঁও এবং পঞ্চেশ্বর গণকবরে পুস্পস্তবক অর্পন করা হয়। ।
মন্তব্য করুন