রাজনগরে যথাযথ মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও সকল সরকারি আধা সরকারি সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা হয়। সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তদ্ভে পুস্পস্তবক অর্পন করার পর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবের কারনে স্বাস্থবিধি মেনে রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শুদ্ধকরে জাতীয় সংগীত পরিবেশন এবং পুলিশ, আনচার, ভিডিপি,গার্লস গাইড, কাব স্কাউট, স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী হয়। আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা পিয়াংকা পাল ও রাজনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাসিম। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্টান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী , সহকারী কমিশনার ভ’মি উর্মি রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগটনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সজল কুমার চক্রবর্ত্তী ও বীর মুক্তিযোদ্ধা আমির আলী মাস্টার প্রমুখ দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় পাঁচগাঁও, খলাগাঁও এবং পঞ্চেশ্বর গণকবরে পুস্পস্তবক অর্পন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন