রাজনগরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন
রাজনগর প্রতিনিধি॥ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ দিন ব্যাপি নানান অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে জেলা পরিষদ অডিটোরিয়ামে শোক র্যালি ও আলোচনা সভার আযোজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল, রাজনগর থানা অফিসার ইনচার্য আব্দুল বাছেত, উপজেলা ভাইস চেয়ারম্যান ফার”ক আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা ভূমি কর্মকর্তা মিন্টু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভুইয়ার উপস্থাপনায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগটনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রসিদা জাফর, রাজনগর ডিগ্রি কলেজের প্রভাষিকা শাহানারা র”বী, মনসুরনগর আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, বীরমুক্তি যোদ্ধা মোতাহের হোসেন, টেংরা ইউনিয়ন চেয়ারম্যান টিপু খান, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক আহমদ ও বীর মুক্তিযোদ্ধা রামলাল রাজভর প্রমুখ। আলোচনা সভার পর শিশুদের চিত্রাংখন প্রতিযোতা, কবিতা আবৃতি ও উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুর”স্কার বিতরন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে আলোচনা সভার কাজ শুর” হয় পবিত্র কোর আন তেলাওয়াত করেন শিপার আলী ও গীতা পাঠ করেন অমলেন্দু দেবরায় ।
মন্তব্য করুন