রাজনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

January 27, 2021,

শংকর দুলাল দেব॥ রাজনগরে বীর মুক্তিযোদ্ধা মাধব চক্রবর্ত্তী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ২৭ জানুয়ারী বুধবার সকাল ৯ টার সময় উপজেলা নির্ববাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা পাল এবং রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক শ্বশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্ত্তী। এছাড়াও শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল বিদায় জানানো হয়। সম্প্রতি তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৬ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় সিলেটের পার্কভিউ হাসপাতালে পরলোক গমন করেন। তিনি চিরকাল অবিাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি ভ্রাতা-ভগ্নি, সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মাধব চক্রবর্ত্তী স্বাধীনতা সংগ্রামের প্রাক্ষালে ভারতের কৈলাশহর রিক্রুটিং ক্যাম্পের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে আসাম রাজ্যের কাচার জেলার লোহারবন্দ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ৪নং সেক্টরের কমলপুর সাব-সেক্টরে ভারতের ক্যাপ্টেন একে চৌধূরী ও পরে বাংলাদেশের ক্যাপ্টেন সাজ্জ্বাদুর রহমানের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর নিজ এলাকার শিক্ষা বিস্তারে তিনি ও তার পরিবারের লোকজন উপজেলার শহীদ সুদর্শন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভূমিদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com