রাজনগরে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ ও মিছিল সমাবেশ
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা সদরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও সরকারী বাহিনী কর্তৃক নিরীহ রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার নামজের পর রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মুসল্লিদের আয়োজনে এ মিছিল সমাবেশ করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পুরাতন থানা মসজিদের ইমাম মাওলানা মুসলেহ উদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান আরিফ, মাওলানা মুহিবুর রহমান প্রমুখ। এছাড়াও মিছিলে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুকুজ্জামান খান, মাওলানা ওলীদ আহমদ, শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, মাওলানা আব্দুল হাই, ফুয়াদ আহমদ মুরাদ, মাওলানা আব্দুল হালিম, ফয়ছল আহমদ প্রমুখ।
বক্তারা মায়ানমার সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিহাসের জঘন্য ও বর্বর নির্যাতন চালাচ্ছে নারী-শিশু ও বৃদ্ধসহ রোহিঙ্গা মুসলমানদের ওপর। শুধু মুসলমান হওয়ার কারণে রোহিঙ্গা মুসলমানের ওপর মায়ানমার সরকারের সেনাবাহিনী ও পুলিশের এ নির্মম নির্যাতন অতীতের সকল যুলুম-নির্যাতনকে হার মানিয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। নির্যাতন বন্ধ করে তাদের নাগরীক অধিকার ফিরিয়ে দিতে হবে।
মন্তব্য করুন