রাজনগরে লকডাউনের আইন অমাণ্য কারীদের বিরুদ্ধে মামলা ও অর্থদন্ড

July 2, 2021,

আউয়াল কালাম বেগ॥ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউনের প্রথম দিন রাজনগরে বৃহস্পতিবার উপজেলা জুড়ে অভিযান চালিয়ে লকডাউন আইন অমাণ্য কারীদের বিরুদ্ধে ২৫ টি মামলায় পাঁচ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল ও সহকারী কমিশনার ভূমি উর্মি রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পথ, বাজার, গনপরিবহন স্ট্যান্ডসহ যত্রযত্র অবস্থান করতে পরেনি মানুষ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সরে যাওয়ার পর লকডাউন দেখতে উৎসুক মানুষের ভীর করতে দেখা যায়। আবার অনেকে দোকান পাট খুলে দেন। লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি র‌্যাব-পুলিশ মাঠে কাজ করে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে চলে অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা জানান এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com