রাজনগরে শবে বরাতের আগের দিনের ওপেন কনর্সাট বাতিল
স্টাফ রিপোর্টার॥ পবিত্র শবে বরাতের আগের দিন ওপেন কনর্সাটকে কেন্দ্র করে ক্ষোভে ফোঁসে উঠা জেলার আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা জেলা প্রশাসক বরাবর বন্ধে স্মারকলিপির পর টনক নড়ে প্রশাসনের। এ বিষয়ে গনমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। এরপর খোঁজ-খবর নিয়ে ওই ওপেন কনসার্টটি বাতিল করে প্রশাসন। জেলার ‘সচেতন আলেম সমাজ’-এর ব্যানারে ২১ তারিখে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরীর স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে প্রেরিত তাদের স্মারকলিপির প্রেক্ষিতে জেলা ও উপজেলা প্রশাসন খোঁজ-খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেন এবং তা বাতিল করেন।
জানা যায়, জেলার রাজনগর উপজেলার পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র শাবান মাসে মহিমান্বিত রজনী শবেবরাতের আগের দিন সংবর্ধনার নামে ওপেন কনসার্টের আয়োজনে ক্ষুব্দ হন জেলার আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা তাৎক্ষণিক জেলা প্রশাসক বরাবর তা বন্ধে স্মারকলিপি দেন এবং তার অনুলিপি জেলা পুলিশ সুপার ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টদের দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ওপেন কনসার্টের আয়োজন নিয়ে অনেকেই ক্ষোভ ও নানা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা ক্ষোভের সঙ্গে বলেন-পবিত্র শবেবরাতের আগের দিন বিকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা ধর্মীয় ভাবগার্ম্ভীর্যতায় ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকেন। এ সময় ওপেন কনসার্টের নামে নারী-পুরুষ শিল্পী দিয়ে গান, উন্মাতাল নৃত্য, বেহায়াপনা ও অশ্লীলতা চলবে তা কিছুতেই মেনে নেয়া যায় না।
জেলা প্রশাসকের কাছে প্রেরিত ওই স্মারকলিপির লিখিত বক্তব্যে তারা বলেন- আমরা মৌলভীবাজার জেলার ‘সচেতন আলেম সমাজ’- যারা বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, শায়খুল হাদিস, মোহাদ্দিস ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব। আমরা অত্যন্ত গভীর দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনার সমীপে জানাচ্ছি ২৪ শে ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সদরের ‘রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়’ মাঠে কৃষিমন্ত্রীর সংবর্ধনার নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ওপেন ইয়ার কনসার্ট আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন শিল্পীরা নাচ-গান পরিবেশন করবে বলে আমরা জানতে পেরেছি।
পবিত্র শাবান মাসে মহিমান্বিত রজনী শবেবরাতের আগের দিন এ রকম অনুষ্ঠান আয়োজন করায় আমরা মৌলভীবাজারের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা আমাদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত পেয়েছি।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য অনলাইন মাধ্যমেও ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা যাচ্ছে। সেই সঙ্গে সচেতন আলেম সমাজসহ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এ বিষয়টি নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে আমরা অনুধাবন করেন। যদি এই অনুষ্ঠান পরিবেশিত হয় তাহলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছি। এ অবস্থায় ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটির অনুমতি বাতিল করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি কামনা করছি।
মুঠোফোনে জেলার ‘সচেতন আলেম সমাজ’-এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী বলেন- স্মারকলিপির প্রেক্ষিতে তাকে প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠের নির্ধারিত কনসার্টটি বাতিল করা হয়েছে। আমরা প্রশাসন ও সংশ্লিষ্টদের এমন উদ্যোগে ধন্যবাদ জানাই। তিনি বলেন- আমরা এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের বিপক্ষে নই, তবে ওখানে যে ওপেন কনসার্ট হবে ঈমানী দায়িত্ব হিসেবে তার বিপক্ষে আমাদের অবস্থান।
মন্তব্য করুন