রাজনগরে শিক্ষক কল্যাণ ভবণের উদ্বোধন

September 21, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় আধুনিকায়িত ও সম্প্রসারিত সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবণের উদ্বোধন করেছেন সৈয়দা সায়রা মহসিন এমপি।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, ডা. জিল্লুল হক, জেলা সহকারী শিক্ষা অফিসার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, সহকারী শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁইয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।
প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসিন এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক। শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। বছরের প্রথমেই কোমলমতি এই শিশুদের হাতে বই তুলে দিচ্ছে। শিক্ষকরা যাতে মানসম্পন্ন শিক্ষা প্রদান করেন তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষকরা দেশের শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে যে ভূমিকা রাখছেন তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। শিক্ষকদের কল্যাণেও আগামী দিনে আমার সহযোগিতা থাকবে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com