রাজনগরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

May 12, 2018,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশেন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ও রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৯ মে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাখী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) ইব্রাহিম উল¬াহ সুমন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আছকির খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ,আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, ইউপি চেয়ারম্যান মিলন বখত, নকুল চন্দ্র দাশ, টিপু খান, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর সিনিয়র ম্যানেজার সাবিহা ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com