রাজনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা
স্টাফ রিপোর্টার॥ রাজনগরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৪ নভেম্বর সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সজল, প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা হোসনে আরা তালুকদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য,
রাজনগর সরকারি কলেজের প্রভাষক শাহানারা রুবি, রাজনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ হামিদ, শিক্ষক প্রতিনিধি জাংঙ্গির আলম, স্মৃতি ভট্টাচার্য, সূচনা কর্মসূচির রাজনগর উপজেলার ম্যানেজার সাইকা উম্মাশীহ, হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচি রাজনগর উপজেলা সমন্বয়কারী মার্গারেট জুই দাস, ব্র্যাক শাখা ব্যবস্থাপক লিটন মিঞা, প্রমুখ।
রিয়েন্টেশন কর্মশালায় নিরাপদ মাতৃত্ব, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য সেবা, স্যানিটেশনের প্রয়োজনীয়তা, জন্ম নিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়, নারীর ক্ষমতায়ন নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন