রাজনগরে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরে শশুর বাড়ি গিয়ে স্ত্রীকে মারধর করে গলায় ওড়না পেচিয়ে শ^াসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মোঃ শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ১৩ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে মো: মনজুর রহমান জানান, গত ২ মাস যাবত স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্ত্রী শারমিন আক্তার তার ২ বছরের শিশু সন্তানসহ মায়ের সাথে রাজনগরের পশ্চিম কালাইকোনা গ্রামে বসবাস করতো।
স্বামী শাকিল মিয়া মৃত কামিল মিয়া মেয়ে শারমিন আক্তারকে প্রায় ৪ বছর পূর্বে বিয়ে করেন। ঘটনার দিন স্ত্রীকে নেয়ার জন্য শশুর বাড়িতে যায়। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি ও মারধর করে স্ত্রীর পরনের ওড়না গলায় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। এসময় শারমিনের মা রুবিনা বেগম ঘরে ছিলেননা।
ঘাতক শাকিল মিয়া, একই উপজেলার আদমপুর এলাকার মোঃ ফারুক মিয়ার পুত্র। পুলিশ রোবাবার বিকেলে পার্শবর্তী ভাঙ্গারহাট এলাকা হইতে গ্রেপ্তার করে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।
নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে মাদকাসক্ত স্বামী শাকিল মিয়া স্ত্রীর উপর নির্যাতন করে আসছিল। নির্যাতন সইতে না পেরে নিহতের মা রুবিনা বেগম গত ঈদুল আযজহার পূর্বে অন্তঃসত্বা মেয়েকে নিজের বাড়ি নিয়ে আসেন। ঘটনার দিন সকাল ৯টার সময় স্বামী শাকিল মিয়া স্ত্রী শারমিনকে নিতে শ্বশুরবাড়ি যান। শারমিন স্বামী শাকিলের সাথে শ্বশুড়ালয়ে যেতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিল স্ত্রীকে ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠায়।
মন্তব্য করুন