রাজনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
স্টাফ রিপোর্টার॥ হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তীথি উপলক্ষে রাজনগর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার ৩০ আগস্ট উপজেলার মুন্সিবাজার লোকনাথ সেবা শ্রমে জন্মাষ্টমী উৎসব আয়োজন করে মুন্সিবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ।
মুন্সিবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার রায়ের সভাপতিত্বে এবং সম্পাদক পার্থ সারথি দেব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য, রাজনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসিত দেব সহ অত্র এলাকার পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কীর্তনিয়া সজল মালাকার, শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, সুভাষ চন্দ্র সরকার, বিষ্ণু দত্ত, কবি সজল কান্তি দাস প্রমুখ।
উল্লেখ্য যে, করোনা মহামারীর কারণে শোভাযাত্রা এবার হয়নি। বিশ্ব মঙ্গল কামনায় গীতা পাঠ, প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
মন্তব্য করুন