রাজনগরে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর সংসদীয় আসন পুনর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদ এর আয়োজনে গুণীজন সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় রাজনগর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ, পরিবেশকর্মী ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে খলীকুজ্জমান বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরে করোনা যখন তুঙ্গে তখন ১৬টি দেশ ছাড়া সবাই প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়, তখনো ৫টি সন্মানজনক প্রবৃদ্ধির দেশ হিসেবে একটি বাংলাদেশও ছিল।
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর সংসদীয় আসন পুনর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান।
বক্তব্য রাখেন পিকেএসএফ এর পরিচালক ড. জসিম উদ্দিন, রাজনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইকবাল, জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়ছল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান রাহেল আহমদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
বক্তারা রাজনগর সংসদীয় আসন পূনর্বহালের দাবী তুলে ধরে তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সবশেষে জনপ্রিয় কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি অলিলা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ জনকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়। সবশেষে জনপ্রিয় কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন