রাজনগরে সমৃদ্ধি কর্মসূচির শুভ উদ্বোধন
আউয়াল কালাম বেগ॥ উপজেলার পিছিয়ে পড়া মানুষ স্বাস্থ্য, শিক্ষা ও উন্নতির মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষে কাজ করছে পিকেএসএফ। এ কথাটি বলেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবীদ ড. কাজী খলীকজ্জামান আহমদ।
৬ জানুয়ারী শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮ ইউনিয়নকে সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ আছকির খান, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসিম উদ্দীন। (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহে সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির (সমৃদ্ধি) এ কর্মসূচির এবারই প্রথম দেশের তিনটি উপজেলায় শতভাগ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি শুরু হয়েছে। এরমধ্যে প্রথম রাজনগর উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অপর দুটি উপজেলা হচ্ছে পিরোজপুর সদর উপজেলা ও চুয়াডাঙার জীবন নগর উপজেলা। ২০১০ সালে প্রথম দেশের ২১টি ইউনিয়নে প্রথম ‘সমৃদ্ধি কর্মসূচি’র কার্যক্রম শুরু হয়। ওই সময় রাজনগর উপজেলার একমাত্র পাঁচগাঁও ইউনিয়নে সমৃদ্ধির কর্মসূচি শুরু হয়েছিল। পরে মুন্সিবাজার ইউনিয়নে শুরু হয়। সমৃদ্ধি কর্মসূচির ফলে উপজেলার ৩৫০ জনেরও বেশি ব্যক্তি চাকরী সুবিধা পেয়েছেন। ৮ ইউনিয়নে হীড বাংলাদেশ ও টিএমএসএস সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে। পিকেএসএফ-এর নিজস্ব র্অথায়ন ও সরকারের রাজস্ব খাতের বাজেট থেকে প্রদত্ত অর্থে এটি পরিচিত হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ‘শতভাগ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএসের প্রোগ্রাম -১ ডিরেক্টার আব্দুল কাদের, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দীন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান ছালিক, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, স্বাস্থ্য কর্মী তানিয়া আক্তার তন্নী, শিক্ষক সন্ধ্যা রানী যাদব প্রমুখ। এসময় টিএমএসএস-র প্রকাশিত ‘সফলতা ও সমৃদ্ধির পথে’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্টান সঞ্চালনা করেন টিএমএসএসের ডিরেক্টার রেজাউল করিম।
মন্তব্য করুন