রাজনগরে সরকারি সড়ক কাঠায় থানায় মামলা : আটক-১
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভূমিখেকো কর্তৃক সরকারি সড়ক কাঠায় থানায় মামলা করেছে ভূমি অফিস। এ ঘটনায় সেফল মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন মিয়ার চাচাতো ভাই প্রবাসী নজরুল ইসলাম মৎসখামার কে বড় করতে গত শনিবার সরকারি সড়ক কাটতে তার সহযোগীদের লাগিয়ে দেয়। ওই এলাকার ৫ গ্রামের দেড় হাজার লোকের যাতায়াতের ভরসা প্রায় ২শ ফুট সড়ক মামলার আসামী মুছা মিয়া, সুধাংশু দাশ ও নজরুলের ভাতিজা সেফল মিয়া গং মিলে নিমিশেই সড়কটি কেটে মৎসখমারকে প্রসস্থ করে। খবরটি জানাজানি হলে এলাকার হামদু মিয়াসহ অনেকেই এদের বিরুদ্ধে স্থানীয় ভূমি সহকারি কর্মকর্তা ও উপজেলা ইউএনও এর বরাবরে অভিযোগ দাখিল করেন। পরে ইন্দেশ্বর ভূমি সহকারি কর্মকর্তা জামাল উদ্দিন বাদী হয়ে রাজনগর থানায় ৫জনকে আসামী একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২,তাং-২৩/০১/২০১৭ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই উত্তম কুমার ২৫ জানুয়ারী বুধবার বলেন, এই ঘটনায় শেফল মিয়া নামে একজনকে আটক করে হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন