রাজনগরে সহ¯্রাধিক পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারি বিতরণ
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান ও উত্তরভাগ ইউনিয়নের চাঁনভাগ চা বাগানে বসবাসরত ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা ১ হাজার ৫টি পরিবারের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী এলএলআইএন মশারি বিতরণ করা হয়েছে। এসব পরিবারকে মোট ১৪০৫টি মশারি প্রদান করা হয়েছে।
সোমবার ১৯ মার্চ সকাল ১১ টার সময় এনজিও সংস্থা ব্র্যাক ও বিডিএসসি’র সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাথিউড়া চা বাগানের ৬০০টি খানায় ৮৫০টি মশারি বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আছকির খান, রাজনগর থানার ওসি শ্যামল বণিক, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, বিডিএসসি’র প্রজেক্ট ম্যানেজার আল আমিন, শ্রীমঙ্গলে কর্মরত ব্র্যাকের জেএসএস-ল্যাব খালেদা মণি, ইউপি সদস্য বিক্রম গৌড়, বাগান পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফজলু খান, উপজেলা যুবলীগের আহ্বয়াক আব্দুল কাদির ফৌজি, যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, তাতীলীগের সদস্য সচিব শাহ তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া একই সাথে উপজেলা উত্তরভাগ ইউনিয়নের চাঁনভাগ চা বাগানের ৪০৫টি খানায় ৫শ ৫৫টি কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন