রাজনগরে সুফলভোগীদের মধ্যে ভেড়া বিতরণ

January 12, 2022,

শংকর দুলাল দেব॥ রাজনগরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১০টি সুফলভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ২২০টি ভেড়া বিতরণ করা হয়।
১২ জানুয়ারি বুধবার দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ ভেড়া বিতরণ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান প্রমুখ।
এসময় উপজেলার ৮টি ইউনিয়নের সুফলভোগী ১১০টি পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ২টি করে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়। পাশাপাশি ভেড়া পালনের জন্য প্রত্যেক পরিবারকে ২৭ কেজি করে ফিড, ২ প্রস্থ টিন, ৪টি পিলার, ৫টি ফ্লোর ম্যাট দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com