রাজনগরে সেফটি ট্যাংকের ময়লা পানি ঢুকছে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে
আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর তিন তলা নতুন ভবনের সেফটি ট্যাংক লিক করে দুর্গন্ধযুক্ত পানি রাস্তার উপর প্রবাহিত হয়ে পরিবেশ দূষিত করছে। ওই পানি মানুষের পায়ে পায়ে হাসপাতালের প্রতিটি রুমে রুমে ঢুকছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ত্রুটি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা।
হাসপাতাল কর্তৃপক্ষ এইচ,ইডি মৌলভীজারকে একাধিক বার লিখিত ভাবে জানানো পরও মেরামতের কোন উদ্যোগ নিচ্ছে না। জানা যায় ২০২০ সালের ১৬ এপ্রিল কে ই-ডাব্লিউ-এম সিএস-জেভি নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হেলথ ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচ.ই ডি) মৌলভীবাজারের তত্বাবধানে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে। এতে ব্যয় ধরা হয় ১৩৪০.৫৯ লক্ষ টাকা। কাজ সম্পন্ন হওয়ার আগেই কাজের বিভিন্ন ত্রুটি দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় এর প্রতিবাদ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক পুরাতন ভবনে ফাটল দেখা দিলে নতুন ভবনের কাজ সম্পন্ন হওয়ার আগেই ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর পুরাতন ভবন থেকে মালামাল নতুন ভবনে স্থানান্তর করা হয়। নতুন ভবনেই প্রশাসনিক সকল কার্যক্রম চলছে।
এদিকে ২৪ ডিসেম্বর দুপুরে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়-নতুন ভবনের সেফটি ট্যাংক লিক করে ময়লা দুর্গন্ধযুক্ত পানি রাস্তার উপর প্রবাহিত হচ্ছে হাসপাতালগামী মানুষেরা এসব মল-মুত্রযুক্ত ময়লা পানি মাড়িয়ে হাসপাতাল ভবনের ভিতর প্রবেশ করতে দেখা গেছে।
রোগী নিয়ে আসা আহমদউর রহমান ইমরান বলেন-ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজে ত্রুটির কারণে এমন টাই হচ্ছে। সময় যত যাচ্ছে আশপাশের দুর্গন্ধ চড়িয়ে পরছে। দুর্গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়-মাঝেমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ জুড়াতালি দিয়ে মেরামতের করা হলে কিছু দিন ভাল থাকে। অনতিবিলম্বে এটি স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা না নিলে স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে।
এ বিষয়ে রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ বলেন-আমার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের ১৪ মাসে ৮/১০ বার সেফটি ট্যাংক লিক হয়েছে প্রতিটি সময়ে এইচ.ই.ডি মৌলভীবাজারকে একাধিকবার লিখিত জানানো হলেও তাদের সাড়া না পেয়ে হাসপাতালের ব্যবস্থাপনায় মেরামত করি। এতে প্রতি বারে ব্যায় হয় ৮ থেকে ১০ হাজার টাকা।
মন্তব্য করুন