রাজনগরে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ মানছে না বিবাদী

January 25, 2018,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরের বিরোধপূর্ণ জমিতে আদালতের স্থিতাবস্থা নির্দেশনা থাকা পরও বিষয়টি মানছেন প্রতিপক্ষ। জোরপূর্বক জমিতে হাল চাষ করে চারা রোপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দাশপাড়া গ্রামের মৃত হাসমত উল্লাহর ছেলে আব্দুল হান্নান ও আব্দুল মান্নানের মধ্যে ৫০ শতক জমি নিয়ে বেশ কিছু দিন থেকে বিরোধ চলছে। পর্বতপুর মৌজার এসএ ১৮৭, ১৮৫ ও ১৮৩ আরএস ৮, ১০ ও ১৩ দাগের ৫০ শতক জমি আব্দুল মান্নান ক্রয় করেন। আব্দুল মান্নানের ক্রয় করা জমি বিগত আরএস রেকর্ডের সময় আব্দুল হান্নানের নামে চলে যায়। বিষয়টি আব্দুল মান্নানের নজরে এলে তিনি মৌলভীবাজার সহকারী জজ আদালতে (রাজনগর) স্বত্ত্ব মামলা (মোকদ্দমা নং ৬৬/২০১৫ ইং) করেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত পূর্ণাঙ্গ নিষ্পত্তি না হওয়া পযর্ন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপক্ষো করে আব্দুল হান্নান ওই জমিতে হাল চাষ করে চারা রোপনের চেষ্টা করেন। এনিয়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এদিকে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে জোরপূর্বব দখলের চেষ্টার অভিযোগ নিয়ে আব্দুল মান্নান ২২ জানুয়ারী রাজনগর থানায় গেলে পুলিশ স্থানীয় ইউপি সদস্যকে মিমাংসার জন্য বলে। কিন্তু এখনো বিষয়টির সমাধানে কোন উদ্যোগ নেননি ইউপি সদস্য এনামুল হক চৌধুরী।

অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, ‘অনেকদিন থেকে এই জমি আমি ক্ষেত করছি। আমার উকিল সাহেব বলেছেন এসপি সাহেবের সাথে দেখা করার জন্য। আমি দেখা করেছি। এসপি সাহেব ওসি সাহেবের সাথে কথা বলে আমাকে বলেছেন আমি জমি চাষ করতাম।

ইউপি সদস্য এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি দেখার জন্য রাজনগর থানার পুলিশ আমাকে ফোন করেছিল। সময়ের অভাবে যেতে পারিনি। আগামী কাল আমি বিষয়টি দেখবো।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আমি ওসি। আমি কিভাবে বলবো সে জমিতে ক্ষেত করবে। বাদি অভিযোগ করলে আমি আইনানুগ ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com