রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুবাই প্রবাসী নিহত

June 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনায় প্রবাসীর দেহ খন্ড বিখন্ড হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১২ জুন শনিবার দিবাগত রাত ৮টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর (কালামুয়া) সেতুর সম্মুখে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার হায়পুর গ্রামের দুবাই প্রবাসী মোঃ মবু মিয়া (৩৩) একটি মোটর সাইকেল যোগে হায়পুর থেকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সিলেট মহাসড়কের সোয়াব আলী বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ চলন্ত হোন্ডাটিকে পিছন দিক থেকে এসে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৪৫৭৮) ধাক্কা দিলে হোন্ডাসহ মবু মিয়া এই মহাসড়কে পড়ে যান। এ সময় তার সারা শরীর খন্ড বিখন্ড যায়।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে শুধু তার দুই পায়ের অস্থিত্ব পান। নিহত মবু মিয়া হায়পুর গ্রামের রহিম মিয়া’র পুত্র। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আমেরিকা প্রবাসী ও হায়পুর গ্রামের বাসিন্দা শাহজান আসুক জানান, ঘটনার খবর পেয়ে স্থানীরা আসলে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্ঠা করে। তাৎক্ষনিক মুটুকপুর গ্রামের ট্রাক চালক আতিকুর রহমান জীবন বাজি রেখে মোটরসাইকেল যোগে ঘাতক ট্রাক ও চালককে আটকিয়ে রাখেন। তিনি আরো জানান, নিহত মবু দেড় মাস আগে দুবাই থেকে দেশে ছটি কাটাতে এসেছেন।
এ ঘটনায় তার স্ত্রী ও বাচ্চারা একেবারে ভেঙ্গে পড়েছেন। এদিকে ওই ঘটনাস্থলে রাতে দেখতে এসে আরো দুইজন পৃথক আরেক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়েছেন। শনিবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট মহসড়কের সোয়াব আলী বাজারের পাশে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে সড়কের বাহিরে ফেলে দেয় তাদের। এই ঘটনায় আহত হন একই গ্রামের কনা মিয়া ও রফিক মিয়া। তাৎক্ষনিক স্থানীয় বাসিন্দারা ওই ঘটনাস্থলে আসলে ট্রাকসহ চালক পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সকালে স্থানীরা জানান, আহত কনা মিয়া’র শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম রোববার দুপুরে জানান, এ ঘটনায় ঘাতক চালক আবুল মালেকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com