রাজনগরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

May 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনগর থানা ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের আয়োজনে ২১ মে রোববার দুপুরে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজীদ ছালেক, পাঁচগাাঁও ইউপি চেয়ারম্যান শামসুন্নুর আহমদ আজাদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, টেংরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিপন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, ইউপি সদস্য এনামুল হক চৌধুরী, আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি, পরিবহন শ্রমিক নেতা জগলুল আহমদ, জামাল মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ মানুষ সচেতন হলে দ্রুত দুর্ঘটনার হার হ্রাস পাবে। দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে এসব এলাকায় ট্রাফিক সিগন্যাল সম্বলিত স্ট্যান্ডবোর্ড স্থাপন ও কলেজ পয়েন্ট এলাকায় গোল চত্তর নির্মানের দাবী জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com