রাজনগরে সড়ক নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ রাজনগরে সড়ক দূর্ঘটনা এড়াতে চালক ও পথচারীদের সর্তক করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সড়ক নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৭ এপ্রিল বেলা ৩টায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহলাল বাজারে কুলাউড়া মহাসড়কে পুলিশ বুথ বসিয়ে যানবাহন চালক ও যাত্রী মধ্যে সর্তকতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের সদস্যবৃন্দ ফেস্টুন হাতে নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বিভিন্ন সর্তকতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা সাপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিনসহ রাজনগর থানার বিভিন্ন পুলিশ সদস্যবৃন্দ।
এসময় লিফলেট বিতরনের পাশিপাশি যানবাহন চালক ও যাত্রীদের সর্তক করার লক্ষে যানবাহনের সর্ব্বোচ্চ গতিসীমা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো। ওভারটেকিং (পাল্লাপাল্লি) না করা, সড়ক-মহাসড়কের নির্মাণ সামগ্রী না রাখা, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করাসহ বিভিন্ন সর্তকতা মূলক প্রচারণা চালানো হয়। উল্লেখ্য নিরাপত্তা সপ্তাহের সর্তমূলক প্রচারণা ঈদের তিনদিন আগে থেকে তিনদির পর পর্যন্ত চলবে।
মন্তব্য করুন