রাজনগরে হামলায় আহত যুবকের মৃত্যু
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে প্রতিপক্ষের হামলার ৮ দিনপর এক যুবক মৃত্যুবরণ করেছে। হামলায় আহত জসিম উদ্দীন (১৮) নামে এ যুবক ৮ দিন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার তেলিজুড়ি গ্রামে।
২১ ডিসেম্বর বুধবার বিকালে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে জসিম উদ্দীন (১৮) ১২ ডিসেম্বর বিকালে কয়েকজন সহপাঠির সঙ্গে বাড়ি থেকে বের হয়ে মশরিয়া বাজারে গিয়ে চা খায়। পরে সেখান থেকে নন্দিউড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে আব্বাস মিয়া ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। আব্বাসের ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে সে টর্চ লাইট দিয়ে জসীম উদ্দীনের চোখের উপরে আঘাত করে। এতে ঘটনা স্থলেই জসীম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ঘটনার ৮ দিন পর ২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জসিম উদ্দীনের বাবা মাসুক মিয়া বাদি হয়ে রাজনগর থানায় ১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো দুজনকে আসামী করে মামলা করেছেন।রাজনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম সরওয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন