রাজনগরে হাম ও রুবেলা বিষয়ক এ্যাডভোকেসি সভা

April 27, 2017,

রাজনগর সংবাদদাতা॥ মৌলভীবাজারের রাজনগরে হাম দূরীকরণ ও রুবেলা ভাইরাস নিয়ন্ত্রনে ডব্লিউএইচও এবং ইউনিসেফ এর সহযোগিতায় এ্যাডভোকেসি সভা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফাদিলা আহমেদ তিন্নির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডব্লিউএইচও এর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এসএমও ডা. প্রসূন রায়,

উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সেরে আরএমও ডা. রাসমিনা আক্তার পলি, এমটি (ইপিআই) প্রবাল চন্দ্র দাশ প্রমুখ।
বক্তারা বলেন, হাম ও রুবেলার মতো ভাইরাস জনিত সংক্রামক রোগে সিলেট ও কক্সবাজার জেলার মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। সব বয়সের মানুষ এসব রোগে আক্রান্ত হলেও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। সময় মতো দুই ডোজ টিকা প্রদান করলে এসব রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৮ সালের মধ্যে হাম রোগ দূরীকরণ ও রুবেলা ভাইরাস নিয়ন্ত্রণে সারাদেশে ২৯ এপ্রিল থেকে দুই সপ্তাহ ব্যাপি টিকাদান কর্মসূচী শুরু করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com