রাজনগরে হীড বাংলাদেশ কর্তৃক ২০৯ জন শিক্ষার্থীকে এককালীন ৫ লাখ ৯৭ হাজার টাকা উপবৃত্তি প্রদান

June 7, 2022,

শংকর দুলাল দেব॥ রাজনগরে ২০২১ সনের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে। হীড বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় রাজনগর উপজেলার দরিদ্র মেধাবী এসব শিক্ষার্থীদের মধ্যে এককালীন মোট ৫ লাখ ৯৭ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে হীড বাংলাদেশ সিলেট এলাকা-২ এ অনুষ্ঠানের আয়োজন করে।
হীড বাংলাদেশ রাজনগর অফিস জানায়, রাজনগর উপজেলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে সংস্থার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ সহ নির্বাচিত ২০৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের ৫ হাজার, জিপিএ-৪ প্রাপ্তদের ৪ হাজার, অন্যান্যদের ২ হাজার টাকা করে মোট ৫ লাখ ৯৭ হাজার টাকা এককালীন উপবৃত্তি সহ তাদের পড়ালেখায় উৎসাহিত করতে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ উপলক্ষ্যে রাজনগর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ২০৯ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাবলু সূত্রধর। হীড বাংলাদেশ সিলেট, এলাক-২ এর এলাকা ব্যবস্থাপক মোঃ নুরুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, সমৃদ্ধি কো-অর্ডিনেটর আমিনুল হক, শাখা-ব্যবস্থাপক আনোয়ার শাহদাত, শাখা-ব্যবস্থাপক নাজিদুর রহমান, শাখা-ব্যবস্থাপক দুলাল হালদার, সমৃদ্ধি কো-অর্ডিনেটর নকিবুল ইসলাম, সমৃদ্ধি কো-অর্ডিনেটর মার্গারেটর জুঁই দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com