রাজনগরে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১
কুলাউড়া অফিস॥ রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে ২৩ অক্টোবর রোববার পৃথক অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের সময় মাদক ব্যবসায়ী গোপাল রাজভরের বাড়ি থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল, বিপুল নাইডুর বাড়ি থেকে ১০০ লিটার ছোলাইমদ তৈরির উপকরণ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নারায়ন নাইডু নামক এক ইয়াবা ব্যবসায়ীকেও আটক করেছে কর্তৃপক্ষ। অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে গেছে ওই মাদক ব্যবসায়ী গোপাল রাজভর। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষ বাদী হয়ে পৃথক ৩টি মামলা করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান মাদক ব্যবসায় খ্যাতি পেয়েছে। প্রতিদিন স্থানীয় ও বিভিন্ন এলাকার লোকজন ও অভিজাত শ্রেণির লোকজন এখানে মদ, গাঁজা ফেন্সিডিলসহ বিদেশি মদের অবৈধ ব্যবসা করছিলো। রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক অমর কুমার সেনের নেতৃত্বে কর্তৃপক্ষ ও একদল পুলিশ অভিযান চালায় এসময় মাথিউড়া চা বাগানের ১নং লাইনের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত গোপল রাজভরের বাড়িতে অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল ও ৯নং লাইনের বিপুল রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির উপকরণ ১০০লিটার ‘ওয়াশ’ এবং ৫নং লাইনের ইয়াবা ব্যবসায়ী নারায়ন নাইডুর বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ইয়াবা উদ্ধার করে। অন্যরা পালিয়ে গেলেও ইয়াবা ব্যবসায়ী নারায়ন নাইডুকে (২২) আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন, উপপরিদর্শক আব্দুল ওয়াহাব ও সহকারী উপপরির্দশক উত্তম পাল বাদী হয়ে পৃথক মামলা করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন বলেন, রাজনগর থানায় পৃথক মামলা করা হয়েছে। আটক নারায়ন নাইডুকে থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে।
মন্তব্য করুন