রাজনগরে ১ লক্ষ ১০ হাজার টাকার অবৈধ সিগারেট আটক করেছে রাজস্ব বিভাগ
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার মুন্সিবাজারে অভিযান চালিয়ে মৌলভীবাজার রাজস্ব বিভাগ নকল ব্যান্ডরোল (রাজস্ব স্ট্যাম্প) ব্যবহৃত ১ লক্ষ ১০ হাজার টাকার মূল্যের ২৮ হাজার ৪শত শলাকা সিগারেট আটক করেছে।
বুধবার ১১ জুলাই সকালে এই অবৈধ সিগারেট আটক করা হয়। মৌলভীবাজারে কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সিবাজার এলাকায় প্রচুর নকল সিগারেট বিক্রি হচ্ছে। তারই সুত্রধরে মুন্সিবাজার চৌধুরী স্টেন্টারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহৃত ২৮ হাজার ৪ শত সিগারেট জব্দ করেন।
অভিযানে তার সাথে ছিলেন রাজস্ব কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া, মো:আব্দুল হাকিম, বাসুদেব পাল এবং আব্দুস সাত্তার। আরোও ছিলেন সহকারী রাজস্ব অফিসার মো: হাফেজআহমদ, শামছুদ্দিন।
জানাযায়, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এসব নকল ব্যান্ডরোল ব্যবহৃত লক্ষ লক্ষ সিগারেট বিক্রি হচ্ছে। প্রতিদিন জেলায় প্রায় ৩০ লক্ষ টাকার নকল সিগারেট বিক্রি হয়। যেখান থেকে রাজস্ব বিভাগ বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। ২০১৮ অর্থ বছরের বাজেট অনুযায়ী মৌলভীবাজার জেলায় প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ২০ লক্ষ টাকা। যার মাসিক হিসাবে আসে ৬ কোটি টাকা।
মন্তব্য করুন