রাজনগরে ২০ দিনে অর্ধশত গরু চুরি, আতঙ্কে পালনকারীরা

August 21, 2016,

রাজনগর প্রতিনিধি॥ ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে গরু চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। ২০ দিনে এই উপজেলায় ৫১ টি গরু চুরির ঘটনা ঘটেছে। আশংকাজনক হারে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় গরু পালনকারীরা রয়েছেন চরম আতংকে। রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। তবে পুলিশের খাতায় এ ধরণের কোন অভিযোগ নেই।
৮ আগস্ট চোরেরা উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের আব্দুল মান্নান ও তার বড় ভাই আব্দুল মনাফ মাস্টারের ৬ টি, একই গ্রামের কয়েস মিয়া, আব্দুল মুমিনের ছোট বড় ৫ টি গরু গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে নিয়ে যায়। এ ঘটনার এক সপ্তাহ পূর্বে ওই গ্রামের মখলিছ খানের ৯টি ও একই ইউনিয়নের পারশিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা কুতুবুর রহমানের ৫ টি গরু একই কায়দায় চুরি হয়। তেলিজুড়ি গ্রামের কবির মিয়া জানান ১৫ দিন পূর্বে তার গ্রাম থেকে ৬টি গরু চুরি হয়েছে।
৫ আগস্ট মনসুরনগর ইউনিয়নের মহলাল গ্রামের ফরমান উল্লা ও রব্বান উল্লার ৫টি, দক্ষিণ মহলালের মছলন মিয়ার ৩ টি গর” এক দিনের ব্যাবধানে চুরি হয়। ৩১ আগস্ট উত্তরভাগ ইউনিয়নের হলদিরগুল, কালাইরগুল গ্রামের দেলু মিয়া, আব্দুর রব, মুজিব মিয়া, সোলেমান মিয়ার ৫ টি গরু চুরি হয়েছে। একই ইউনিয়নের ছমির মিয়ার ৬ টি, বড়ধল গ্রামের গোপাল দেবের ১টিসহ রাজনগর উপজেলায় মোট ৫১ টি গরু চুরি হয়েছে। এ দিকে ১১ আগস্ট রাতে উপজেলার হারিয়ারাঐ গ্রামের রাখাল মালাকার জানান, তার ৩ টি গরু চুরির উদ্দেশ্য চোরেরা ঘর থেকে বের করে নেয়। তিনি ঘুম থেকে জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়। চোরের উপদ্রবে আতঙ্কিত গর” পালনকারীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। টেংরা ইউনিয়নের সালন গ্রামের বাবলু মিয়া বলেন, ঈদের আগে গরু চুরি বেড়ে যাওয়ায় আমরা আতঙ্কিত। তাই গরু পালনকারীরা রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছি। এ ব্যাপারে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেত জানান, প্রতিদিন রাতে পুলিশ টহল দিচ্ছে। গরু চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। গরু চুরির বিষয় নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com