রাজনগরে ২০ লাখ টাকার সরকারী জমি উদ্ধার

June 15, 2017,

বিশেষ প্রতিনিধি॥ রাজনগরে অবৈধ দখল উচ্ছেদ করে ২০ লাখ টাকার সরকারী জমি উদ্ধার করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার টেংরা ইউনিয়নের টেংরাবাজার পশুর হাটের প্রবেশ মুখের ওই জমি উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরাবাজার পশুরহাট নিয়ে আদালতে মামলা ছিল। মামলাগুলো শেষ হয়ে গেলে তা নিয়মে রাজনগর উপজেলা প্রশাসন তা একসনা ইজারা বন্দোবস্ত দেয়। কিন্তু বাজারের প্রবেশ মুখে ২০ লাখ টাকা মূল্যের সরকারী ওই জমি স্থানীয় মাধব চক্রবর্তী নামে এক সেবায়াতের দখলে ছিল। এব্যাপারে রাজনগর উপজেলা ভূমি অফিস উচ্ছেদ মামলা নং ১/১৬-১৭ রুজু করে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসকরে কার্যালয়ের নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অসিম কুমার বণিক ও রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী আহমদের উপস্থিতিতে গতকাল শ্রমিক নিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। এসময় তাদের উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার, সহকারী ভূমি কর্মকর্তাসহ রাজনগর থানার পুলিশ সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী আহমদ বলেন, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়ে সরকারী ওই জমি উচ্ছেদ করা হয়েছে। এর আনুমানিক মূল্য বিশ লাখ টাকা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com