রাজনগরে ২৪’শ মিটার কারেন্ট জাল আটক
কুলাউড়া অফিস॥ রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওর থেকে ২৮ নভেম্বর সোমবার ২৪’শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত এসব কারেন্ট জাল পুড়ানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার কাওয়াদীঘি হাওরে অবৈধ কারেন্ট জাল দিয়ে বিভিন্ন সময় মাছ ধরার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। কারেন্ট জাল ব্যবহারকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় ২৪’শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব জাল পুড়ানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, মৎস কর্মকর্তা ফণিভূষণ দেবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বেআইনি। জব্দকরা কারেন্টজাল আগুনে পুড়ানো হয়েছে।
মন্তব্য করুন