রাজনগরে ৯৮ভূমিহীন  পরিবারের  মাঝে মুজিববর্ষে  প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

January 24, 2021,

আউয়াল কালাম বেগ॥ মুজিববর্ষ উপলক্ষে  ৯৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের দুই সতাংশ ভূমির উপর ঘরের মালিকানা সংক্রান্ত কাগজপত্র  ২৩ জানুয়ারি শনিবার  জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্টানিক ভাবে  হস্তান্তর করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে  উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট তানিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী  সহকারী কমিশনার ভূমি উর্মি রায়, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বক্ত, সদর ইউনিয়ন চেয়ারম্যান  দেওয়ান খায়রুল মজিদ ছালেখ, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান  নকুল দাস।

উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহহীনদের  ( গৃহহীন ও ভূমিহীন) পুর্নবাসনের লক্ষে  রাজনগর উপজেলার আশ্রায়ণ প্রকল্প – ২ এর আওতায় ৯৮টি পাঁকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যােগ নেয়া হয়। গৃহহীন এসব পরিবারকে পাকা ঘর নির্মাণের জন্য উপজেলা ভূমি অফিস ও উপজেলা সাবরেজিস্টার অফিসের সার্বিক তত্বাবধানে প্রতিটি পরিবারের জন্য দুই সতাংশ  করে খাস জমি  চিহ্নিত করা হয়।  এসব জমিতে  দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ পুর্নবাসন মন্রনালয়ের অর্থায়নে দুই কক্ষ বিশিষ্ট  প্রতিটি পাকা ঘরে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। উপজেলা প্রশাসন এর বাস্তবায়ন করে। নির্মিত এসব ঘরে ঠাঁই পাচ্ছে দিনমজুর, প্রতিবন্ধী, ভিক্ষুক, সহায়সম্বলহীন মানুষজন যারা অন্যের বাড়িতে বসবাস করত। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা রঙিন,  টিনের ঘর, সাথে সংযুক্ত বাতরুম এবং কিচেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন  ৯৮ গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের পাকা ঘরের জমির   খতিয়ান,নামজারি দলিল, ডিসিআর পরসা হতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।  এসব ঘরের নির্মান কাজ শেষ হয়েছে। রং চুনকাম শেষ  হলেই নবনির্মিত পাকা  ঘরের চাবি হস্তান্তর করে উপকারভোগিদের ঘর বুঝিয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com