রাজনগরে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ
ওমর ফারুক নাঈম॥ রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের মো: টিপু সুলতান তালুকদারের লীজে গ্রহণকৃত ভূমি থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে টিপু সুলতান বিনয়শ্রী গ্রামের বাবুল মিয়াসহ ৬ জনকে আসামী করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১০)।
মামলার আসামীরা হলেন (১) বাবুল মিয়া, (২) হুছনা বেগম, (৩) নুরুল ইসলাম কয়ছর, (৪) নুরুল ইসলাম মনাই, (৫) নাজিম মিয়া, (৬) জসিম মিয়া, (৭) সুনু মিয়া। আসামীদের মধ্যে বাবুল মিয়া ও হুছনা বেগমকে ২৪ সেপ্টেম্বর সকালে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ব্রাক আরডিপি শ্রীমঙ্গল এর মধ্যে সম্পাদিত চুক্তিনামা অনুযায়ী ১৫০ শতক ভূমি রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের হাজি মো: টিপু সুলতান তালুকদারকে লীজ প্রদান করা হয়। ৩০ আগষ্ট বিবাদীগণ মনসুর নগর ইউনিয়নের ওয়াপদা বাধেঁর ডান পাশে দা, কুড়াল, করাত ইত্যাদি নিয়ে ৭৫,০০০ টাকা মূল্যের ১৫টি আকাশী গাছ জোর পূর্বক নিয়ে যায়। এতে বাধা দিলে টিপু সুলতানকে প্রাণে হত্যার হমকি, ধমকি দেওয়া হয়।
এবিষয়ে মো: টিপু সুলতান তালুকদার বলেন, গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি এনিয়ে মামলা করেছি তারপরও আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন