রাজনগর উপজেলার শিক্ষা সপ্তাহ- ২০১৭ উপলক্ষ্যে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা সাইফুর রহমান অডিটোরিয়ামে শিক্ষা সপ্তাহ- ২০১৭ উপলক্ষ্যে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী।
৩১ জানুয়ারি মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় কৃতী ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, চেয়ারম্যান রাজনগর উপজেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) রাজনগর, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী আহসান ও কিশলয় চক্রবর্ত্তী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার। অনুষ্ঠানে পরিচালনা করেন, মোঃ ইফতেখার হোসেন ভূইঞাঁ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজনগর। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোমা ভট্টাচার্য্য, মোঃ মাহমুদ হোসাইন ও মোঃ নাদিমুল হক, সহকারী শিক্ষা অফিসার, রাজনগর উপজেলা। বক্তব্য রাখেন মোঃ শেখ আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা, রাজনগর। এছাড়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও প্রতিষ্ঠানের প্রধান জাহাঙ্গির আলম চৌধুরী, আব্দুল হাকিম, মোঃ আসাদুজ্জামান খান, রবেন্দ্র বর্ধন, আব্দুল খালিক, মোঃ সামছুল ইসলাম, রমা রঞ্জন দেবনাথ, তৈয়ব আলী, হালিমা বেগম, ফেরদৌস আরা, লুৎফুরা বেগম, শিল্পী বেগম, বিমল দে, মীর খালেছ, রজব আলী, ময়জুল হক, মোঃ ওয়াহিদ, নাজমা খানম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট্ট একটি ছেলে অদৃত দাশ ওম গান পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাস্কৃতিক মনা, শিক্ষক, শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন