রাজনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন :
ফতেপুর ইউনিয়ন : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নকুল চন্দ্র দাশ স্বতন্ত্র (মটর সাইকেল প্রতীক) নিয়ে ৬১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আমীর আলী (আনারস প্রতীক) নিয়ে ৪৮৫২ ভোট পান। আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) নিয়ে ৪০৮৪ ভোট পান, মোঃ শামছুদ্দিন স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৮২ ভোট।
উত্তরভাগ ইউনিয়ন : আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র (চশমা) প্রার্থী দিগেন্দ্র চন্দ্র সরকার ৫২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র শাহ শাহিদুজ্জামান ছালিক (আনারস প্রতীক) নিয়ে ৫০৭৫ ভোট পান, সৈয়দ আবুল কালাম স্বতন্ত্র (মোটর সাইকেল প্রতীক) নিয়ে ৩৭৫৫ ভোট পান, মোহাম্মদ এস মিয়া স্বতন্ত্র (চশমা প্রতীক) নিয়ে ৩১২২ ভোট পান, আওয়ামীলীগ মনোনীত মোঃ সোহেল আলম (নৌকা প্রতীক) নিয়ে ৯১৮ ভোট পান, শাহ জুনেদ আলী স্বতন্ত্র (অটোরিক্সা প্রতীক) নিয়ে ৮৫৪ ভোট পান, রানা মিয়া স্বতন্ত্র (হাতপাখা প্রতীক) নিয়ে ৩৬৫ ভোট পান।
মুন্সিবাজার ইউনিয়ন : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাহেল হোসেন স্বতন্ত্র (মোটর সাইকেল প্রতীক) নিয়ে ৯১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ছালেক মিয়া (নৌকা প্রতীক) নিয়ে ৬০৭৫ ভোট পান, আবুল স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) নিয়ে ১৭০০ ভোট পান।
পাঁচগাঁও ইউনিয়ন : বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম ছানা (নৌকা প্রতীক) নিয়ে ৪২৬১ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাইদুল ইসলাম বাচ্চু স্বতন্ত্র (আনারস প্রতীক) নিয়ে ৩৮৬০ ভোট পান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামছুন্নুর আজাদ স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) নিয়ে ২৪৩৫ ভোট পেয়েছেন, জহিরুল বাচ্চু ইসলাম স্বতন্ত্র (অটোরিক্সা প্রতীক) নিয়ে ১৩০১ ভোট পান, অতসী ভট্টাচার্য স্বতন্ত্র (চশমা প্রতীক) নিয়ে ৮৬৬ ভোট পান, লেচু মিয়া স্বতন্ত্র (মোটর সাইকেল প্রতীক) নিয়ে ৩২৫ ভোট পান।
রাজনগর সদর ইউনিয়ন : স্বতন্ত্র প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী (ঘোড়া প্রতীক) নিয়ে ৫৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম সোহেল (নৌকা প্রতীক) নিয়ে ৪৭৮৩ ভোট পেয়েছেন। দেওয়ান খয়রুল মজিদ স্বতন্ত্র (চশমা প্রতীক) নিয়ে ৪১৯১ ভোট পান, শিপলু আহমদ স্বতন্ত্র (আনারস প্রতীক) নিয়ে ১৬১ ভোট পান।
টেংরা ইউনিয়ন : বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টিপু খান স্বতন্ত্র (আনারস প্রতীক) নিয়ে ৬১৮৬ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকমল হোসেন স্বতন্ত্র (মোটর সাইকেল) নিয়ে ৫৯৮৬ ভোট পান, সেলিম আহমদ স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) নিয়ে ১৬৯৬ ভোট পান, আরজান খান স্বতন্ত্র (অটোরিক্সা প্রতীক) নিয়ে ১৪৯৫ ভোট পান, আওয়ামীলীগ মনোনীত মোহাম্মদ মাহমুদ উদ্দীন (নৌকা প্রতীক) নিয়ে ২৬৪ ভোট পেয়েছেন।
কামারচাক ইউনিয়ন : একাধিক প্রার্থী না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।
মনসুরনগর ইউনিয়ন : বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মিলন বখত (নৌকা প্রতীক) নিয়ে ৬১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলন স্বতন্ত্র (আনারস প্রতীক) নিয়ে ৪৬৫২ ভোট পান, মোঃ হুমায়ুন কবির স্বতন্ত্র (চশমা প্রতীক) নিয়ে ২৮৭৫ ভোট পান, আজিদ উল্লা স্বতন্ত্র (মোটর সাইকেল প্রতীক) নিয়ে ৭২ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২০ জন।
মন্তব্য করুন