রাজনগর উপজেলায় দৈনিক বাংলারদিন, দৈনিক মৌলভীবাজার বার্তার উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির বন্যা দূর্গত কদমহাটা এলাকায় দৈনিক বাংলারদিন, দৈনিক মৌলভীবাজার বার্তার উদ্যোগ ও সিভিল সার্জন কার্যালয় এর সার্বিক ব্যবস্থাপনা এবং ম্যান ফর হিউমিনিটি বাংলাদেশ ও শিশু কল্যাণ সংস্থা মৌলভীবাজার’র সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই মঙ্গলবার মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ও উপজেলা প:প: কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, জেলা আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মনসুর নগর ইউপির প্রাক্তণ চেয়ারম্যান ছাদিকুর রহমান, ওয়ার্ড কমিশনার মোনাহিম কবির, ক্যাম্প পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও প.প অফিসের সহকারি সার্জন সায়মা মোজাহিদ লিজা , সভা পরিচালনা করেন দৈনিক বাংলারদিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলার বিভিন্ন ইউনিয়নে পর্যাপ্ত সরকারি ত্রাণ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রবাসী ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বন্যা আক্রান্ত এলাকায় ত্রান ও মেডিকেল ক্যাম্প করার জন্য তিনি সংশি¬ষ্ঠ সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে সরকারিভাবে বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থদের পূন:র্বাসনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখা হবে বলে সকলকে আশ্বাস প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। সরকারের পাশাপাশি বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় পত্রিকার উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয় এর সহযোগীতায় মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও ্ঔষধ বিতরণ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন