রাজনগর উপজেলায় নারী কর্মকর্তাদের উদ্দ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন

August 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সিভিল সার্ভিস ইউমেন্স নেটওয়ার্কের উদ্যোগে মৌলভীবাজারে কাউয়াদীঘি হাওড় পাড়ের বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
২৩ আগষ্ট বুধবার দুপুরে সিভিল সার্ভিসে কর্মরত নারীদের উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফতেপুর ইউনিয়নে দুর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম। জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে ত্রান বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেণ উপজেলা নির্বাহী কর্মকতা মো:শরীফুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান নকুল দাশ সহ সংগঠনের সদস্যবৃন্দ। বন্যায় ক্ষতিগ্রস্থ একশ পরিবারকে ত্রান দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে পনেরো কেজি চাল ও শুকনো খাবার দেওয়া হয়। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার বলেন,সরকারের পাশাপাশি নারী কর্মকর্তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের সাহায্য করা হচ্ছে। আর তা সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়নের ফলে। নারীরা এখন সব ক্ষেত্রে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com