রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির মানবিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে কুশিয়ারা নদীর তীরের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ও উত্তরভাগ ইউনিয়নে ৬ জুলাই মঙ্গলবার, সকাল ৭ টায় সংগঠন এর কার্যালয় হতে রওনা দিয়ে দিন ব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরে ঘরে মানবিক সহায়তা পৌছে দিয়েছে শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর সাহসী ত্যাগী একঝাঁক নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবী, ইতোমধ্যেই মহামারী করোনাকালে এবং বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দূর্গত অসহায় মানুষের পাশে থেকে আমাদের স্বেচ্ছাসেবীদের কর্মের মাধ্যমে মানুষের মনে স্থান করে নিয়েছেন। আজও অসহ্য গরম আর তীব্র রোদ উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর্ত মানবতার সেবায় আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। মহান আল্লাহ যেন সকলকে মহত কাজের তাওফিক দান করেন।
এই সময় উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা মোস্তাক আহমদ অপু, দপ্তর সচিব সিরাজুল হাসান, নির্বাহী পরিচালক আদনান ইমন,মোহাম্মদ সুমন,মোহাম্মদ নাফিজ ইমাদ,মাহদী হাসান, মানবিক সহায়তা টিম এর সদস্য সুমেল আহমদ ,মোঃ মাহী উদ্দিন মাহি,রিমন আহমদ, রফিকুল ইসলাম রাকিব।
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার প্রথম ধাপে সিলেট, দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ, তৃতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা, চতুর্থ ধাপে আবারো সুনামগঞ্জ জেলা,পঞ্চম ধাপে হাকালুকি হাওর তীরবর্তী মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় এবং ষষ্ঠ দাপে রাজনগর উপজেলায় এই দুটি ইউনিয়নে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত মানুষ অনেক কষ্টে আছে। অত্যন্ত ধীর গতিতে বন্যার দূর্গত এলাকায় পানি কমছে। খাদ্য সহায়তা প্রাথমিক চিকিৎসা সেবা, পূর্ণবাসন এখন জরুরী। বন্যার্তদের সাহায্যার্থে সমাজের বিবেকবান মানুষেরা এগিয়ে আসছেন। উপর্য়পূরি বন্যায় বাড়ীঘর ,গবাদিপশু ও ক্ষেতের ফসল হারিয়ে মানুষ দিশাহারা ।তাৎক্ষনিক কিছু কিছু খাদ্য সহায়তা পেলেও বাড়ীঘর নির্মানসহ পরবর্তী ফসলের জন্য সহায়তা অত্যাবশ্যক।
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর এই মানবিক সহায়তা কর্মসূচি চলমান থাকবে, যতদিন দরকার। সাথে থাকুন আপনিও। হাকালুকি হাওর তীরবর্তী মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বন্যার ভয়াবহতা সুনামগঞ্জ ও সিলেট থেকে কম নয়। সরজমিনে মানুষের দুঃখ দূর্দশা দেখলেই বুঝাযায়। প্লিজ নিজেদের সার্মথ্যনুযায়ী বানভাসিদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসুন।
মন্তব্য করুন