রাজনগর উপজেলা আওয়ামীলীগের ঘোষিত কার্যনির্বাহী কমিটিকে একাংশের প্রত্যাখ্যান

December 17, 2022,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কার্যনির্বাহী কমিটিকে প্রত্যাখ্যান করেছে আওয়ামীলীগের একাংশ। তারা ঘোষিত কমিটিকে অগঠনতান্ত্রিক ও জামায়াত-বিএনপি মদদপুষ্ঠ বলে দাবি করেছে। তৃণমূলের নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে এই কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা।

শনিবার ১৭ ডিসেম্বর দুপুর ১২টার সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান বলেন, গত ২০১৯ সালের ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া নির্বাচিত হলেও গত ২০২১ সালের ২৪ মার্চ তার মৃত্যুতে পদটি শূন্য হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান স্বাক্ষরিত ঘোষিত কমিটি দলীয় প্যাডে তারিখ ২০২১ সালের ২৭ মে উল্লেখ থাকলেও প্রায় দেড় বছর পর এই কমিটি প্রকাশ করা হয়েছে।

ওই তারিখে কমিটি গঠন হয়ে থাকলে বর্তমান সভাপতি উপস্থিত থাকা সত্ত্বেও দলের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে  জাতীয় শোক দিবস সহ একাধিক দলীয় কর্মসূচী পালন করা নিয়ে প্রশ্ন তুলেন বিক্ষোব্ধ নেতারা। সম্মেলনের মাধ্যমে শূন্যপদ পূরণ করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা থাকলেও  তা পালন না করে অগঠনতান্ত্রিক ভাবে আজাদ মিয়া চৌধুরী ইমানীকে সভাপতি করা হয়েছে বলে লিখিত বক্তব্যে দাবী করা হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, অতীতে বিএনপি, জামায়াত, জাসদের রাজনীতির সাথে জড়িত লোকজনকে এই কমিটিতে স্থান দেয়া হয়েছে যারা আওয়ামীলীগ নেতাদের নির্যাতন ও হত্যাকা-ে জড়িত।

সদ্য প্রকাশিত কমিটি বিলুপ্ত করে আওয়ামীলীগের নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপজেলা চেয়ারম্যান ও সদ্য ঘোষিত কমিটির সদস্য মো. শাহজাহান খান, ইউপি চেয়ারম্যান ও সদ্য ঘোষিত কমিটির সদস্য টিপু খান, আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির সদস্য সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, কামাররচাক ইউপি চেয়ারম্যন আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কায়েস আহমদ, ছয়ফুল আলম,আবু মিয়া, শওকতুজ্জামান, ফজর আলী, গোলাম কিবরিয়া মিলন সদ্য ঘোষিত কমিটির সদস্য লুৎফুর রহমান লেবু, এম. সোহেল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com