রাজনগর উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটি ও মনসুরনগর ইউনিয়ন পূঁজা উদ্যাপন পরিষদ গঠিত

July 14, 2018,

শংকর দূলাল দেব॥ বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ, মনসুরনগর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও আগামী জন্মাষ্টমী অনুষ্ঠান পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই শুক্রবার উপজেলার চাটুরা মদনমোহন জীউর মন্দিরে এ সম্মেলন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী দুই বৎসরের জন্য মনসুরনগর ইউনিয়ন পূঁজা উদ্যাপন পরিষদ এবং চলতি বছরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজনগর উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটি গঠন করা হয়।

উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদ সূত্রে জানাযায়, ১৩ জুলাই শুক্রবার মনসুরনগর ইউনিয়ন পূঁজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ও প্রস্তুতি সভায় বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ রাজনগর উপজেলা শাখার অধীন মনসুরনগর ইউনিয়ন পূঁজা উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত পরিষদের সভাপতি/সম্পাদক যথাক্রমে ডাঃ প্রেমতোষ ও কানাই দেব। এদিকে চলতি বছরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযত ভাবে উদ্যাপনের জন্য উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি/ সম্পাদক যথাক্রমে বিশ্বজিৎ দেব ও সঞ্জয় দুলাল দেব। উপজেলার চাটুরা মদনমোহন জীউর মন্দিরে অনুষ্ঠিত সম্মেলন ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য্য। মনসুরনগর ইউনিয়ন পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ দ্বীনবন্ধু চন্দ’র সভাপতিত্বে এবং ডাঃ প্রেমতোষ দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক অসিত দেব, সহ সভাপতি মনোজ রায়, সহ সাধারণ সম্পাদক অমল ধর, কোষাধ্যক্ষ টিংকু পুরকায়স্থ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শংকর দুলাল দেব, উপজেলা জাসদের সাধারণ সম্মাদক বিপুল বৈদ্য সজল, রনজিৎ দেবনাথ, সাবেক ইউপি সদস্য অঞ্জন দেব, টেংরা ইউনিয়ন সম্পাদক দিগন্ত দেব ভাস্কর, রাজনগর ৯১ ব্যাচের সমন্বয়ক জযন্ত দেব, পার্থ বিজয় নন্দী উজ্জ্বল, কামারচাক ইউনিয়ন সম্মাদক অজিত দেব, ফতেহপুর ইউনিয়ন সভাপতি পরিমল দাশ, সম্মাদক রাখাল দাশ, মনসুরনগর ইউপি সদস্য কার্তিক দেব, বিশ্বজিৎ দিব, সঞ্জয় দুলাল দেব, প্রানেশ দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com