রাজনগর উপজেলা তালামীযের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনগর প্রতিনিধি॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ও সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য’র প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম বলেছেন, মানুষ কোন দিক দিয়ে নিরাপদ নয়। হত্যা খুন গুম ও নিখোজের ঘটনায় সয়লাভ দেশ। মানুষ অজানা আতংকে দিন যাপন করছে। এ সমস্ত কিছু থেকে মুক্তি পেতে একমাত্র ইসলাম দিতে পারে মুক্তি। বর্তমান হিন্দুয়ানি শিক্ষানীতি ও পাঠসূটি পরিবর্তন করতে হবে। নতুবা দেব দেবী মার্কা পাঠ্যসূচি পড়ে আমাদের শিক্ষার্থীরা ইসলাম ধর্ম বিমূখ হয়ে পড়বে। যদি এ বিজাতীয় পাঠ্য সূচি পরিবর্তন করা না হয় তালামীযে ইসলামিয়া তথা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র কাফেলা তীব্র আন্দোলন গড়ে তুলবে। তালামীযের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম ২৮ জুন মঙ্গলবার বিকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার পক্ষ থেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলা বলেন।
রাজনগর উপজেলা তালামীযের সভাপতি গৌছুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আলী আকবরের যৌত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলহাজ হাফিজ আলাউর রহমান টিপু, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক হাফিজ কাওছার আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন. মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক নিলুর রহমান, রাজনগর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আহমদ, ইনকিলাবের সাংবাদিক আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন কামরুল ইসরাম শাহান, মেহেদি হাসান টিটু, আরিফুর রহমান শরীফ, মোহাম্মদ আলী খান জাহেদ, রমজান আলী প্রমূখ। অনুষ্ঠানে রাজনগর উপজেলা তালামীযের পক্ষ থেকে সাহিত্য সাময়িকী ‘আলোর মিছিল’র মোড়ক উন্মোচন করা হয়।
মন্তব্য করুন