রাজনগর উপজেলা বাল্যবিবাহমুক্ত ঘোষণা

June 13, 2016,

স্টাপ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার দ্বিতীয় উপজেলা হিসেবে রাজনগর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
১৩ জুন সোমবার দুপুরে রাজনগর উপজেলা মিলনায়তনে এক জনসমাবেশে শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক কামরুল হাসান। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহি কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান আছকির খান সহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Sequence-13_2
হাওর, চা-বাগান ও পাহাড় বেষ্টিত এ উপজেলায় একটা সময় বাল্যবিবাহের হার ছিলো বেশি। এ অবস্থায় স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের বাল্য বিয়ে ঠেকানো, জনসচেতনতাসহ নানা উদ্যোগে এখন তা শূণ্যের কোঠায় নেমে আসে। এ প্রেক্ষিতে আজ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করে প্রশাসন। অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com