রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুবের চৌধুরীকে বহিষ্কার

February 15, 2025,

স্টাফ রিপোর্টার :  দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুবের আহমদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টারদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে আরও বলা হয় ‘এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য বলা হয়েছে। জুবের আহমেদ চৌধুরী কে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দেয়া দল থেকে বহিস্কার পত্রে বলা হয়, দলে হানা হানি সহিংসতা সৃষ্টি সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড লিপ্ত থাকায় দলের গঠনতন্ত্র মোতাবেক তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদসপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com