রাজনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা, আশ্রয়ন প্রকল্পের ১৫৪টি ঘরের চাবি হস্তান্তর
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরে ভূমিহীন ও গৃহহীন ১৫৪টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার ২২ মার্চ সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ফতেপুর, কামারচাক ও মনসুরনগর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু নিজ দলের মানুষকে এসব ঘর উপহার দেননি বরং সব দল-মতের মানুষ এসব ঘর পেয়েছেন। একটু বিবেক খাটিয়ে দেখবেন কেমন উদারতা থাকলে এমন কাজ করা যায়। শেখ হাসিনার সরকার যতোদিন ক্ষমতায় থাকবে এ দেশের উন্নয়ন হবে। স্বাধীনতা বিরোধী চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বারবার চেষ্টা করছে। জনগণের সমর্থনে এসব বাধা অতীতেও প্রতিহত করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে।
মন্তব্য করুন