রাজনগর উপজেলা ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

August 28, 2016,

হোসাইন আহমদ॥ রাজনগর উপজেলা ভূমি অফিসের বির”দ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অসহায় রাজনগর উপজেলার ভুক্তভোগীরা বলেন, ঘুষ ছাড়া এখানে কোন কাজ হয়না। আমরা আমজনতা কোনো কাজের জন্য ভূমি অফিসে গেলে হয়রানির শিকার হই। দীর্ঘ দিন তাদের ধারে ধারে হাটলেও কাজ হয়না। আমরা তাদের কাছে জিম্মি। ভুক্তভোগী জনগণের দাবি, নামজারি, জমা খারিজ, জমির শ্রেণী পরিবর্তন, মিসকেইসসহ নানা কাজে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে দুর্নীতি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশ্রাকাপন গ্রামের জসিম উদ্দিন চৌধুরী ৮ ফেব্র”য়ারী আরএস খতিয়ানের নামজারির জন্য আবেদন করেন (নামজারি মামলা নং ৮৭৫/১৪-১৫)। আরএস দাগ নং ১৭৮/১৭৯ এবং জেল নং ৯৮। আবেদন করার নূন্যতম ২১ দিন ও সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার আইন থাকা সত্তেও দীর্ঘ ৬ মাসে এই মামলাটি নিষ্পত্তি হয়নি।
চাহিদা অনুযায়ী সেলামি না দেয়ায় আবেদনকারীকে আজকে কালকে দিব-দিচ্ছি বলে ঘুরানো হয়।
অন্যান্য ভূক্তভোগী সূত্রে জানাযায়, আবেদন জমার সাথে সাথে মামলা নম্বর যুক্ত কাউন্টার ফয়েল দেওয়া হয়না এবং ৪৫ দিনের ভীতরে আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নোটিশের মাধ্যমে অবগত করা ও শুনানি গ্রহণ করার কথা থাকলেও তা হয়নি। আবার সেলামি দিলে ১০/১৫  দিনের ভীতরে মামলা নিষ্পক্ত হয়ে যায়।
এ ব্যাপারে জানতে উপজেলা ভুমি অফিসার মিন্টু চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি। আভিযোগকারীকে আমার অফিসে পাঠিয়ে দিন বলে ফোন কেটেদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com