রাজনগরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর চাকুরী জাতীয় করণের দাবীতে মানববন্ধন
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীর চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ২৪ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মচারীবৃন্দ রাজনগর। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও সহকারী শিক্ষকগণ বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক সোনাপুর উচ্চ বিদ্যালয় আহ্বায়ক, কাঞ্চন কুমার দাস। বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল ওদুদ, যুগ্ম আহ্বায়ক। বক্তব্য রাখেন তারাপাশা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রহিম খান। পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাদেকুল আমিন ভূইয়া। শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান। আইডিয়েল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। চৌধুরী আছিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজ্র গোপাল দত্ত। মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালিছউর রহমান(সদস্য সচিব)। শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল(যুগ্ম সদস্য সচিব)। কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। তারাপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শওকতুজ্জামান। হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাব্বির আহমদ। কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই। মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রবিন্দ্র কুমার দেব। তারাপাশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোবারক হোসেন। রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার সোম। মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাছিনা বেগম। মাহলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফিজুর রহমান। চৌধুরী আছিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ননী গোপাল ভৌমিক। জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কার্ত্তিক চন্দ্র দাস ও নানু মিয়া প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভার শেষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণসহ রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একখানা স্মারকলিপি প্রদান করেন। মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে প্রেরণ করা হয়। উক্ত মানববন্ধনে বেসরকারী মাধ্যমিক স্কুলগুলো অংশগ্রহণ করে প্রায় দুইশত শিক্ষক শিক্ষিকা কর্মচারীগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বিভিন্ন দাবি- দাওয়া তুলে ধরেন।
মন্তব্য করুন