রাজনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
রাজনগর সংবাদদাতা॥ রাজনগর উপজেলা যুবলীগের পূর্ববর্তী কমিটি ভেঙ্গে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।
২৯ মার্চ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে আব্দুল কাদির ফৌজিকে আহ্বায়ক এবং মো. হারুনুর রশিদ ও মো. লুৎফুর রহমান লেবুকে যুগ্ন আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- মো. রেজাউল করিম সোহেল, মো. জুয়েল খান, মো. খালেদ মিয়া, মো. আমির হোসেন বাচ্চু, মো. রকিব মিয়া, মো. জাবরুল ইসলাম, মো. আলকিম মিয়া, মো. ইব্রাহিম মিয়া, মো. ডিপলু মিয়া, মো. হুমায়ুন আহমেদ, মো. আফজল খান, মো. রমজান মিয়া, মো. ইয়াকুব আহমেদ, মো. মালুম আহমেদ, আরিফুল ইসলাম মাসুম,মো. শামিম আহমদ মো. লুলু মিয়া ও মো. টিটু মিয়া।
প্রসঙ্গত উল্লেখ্য যে, উপজেলা যুবলীগের পূর্ববর্তী কমিটির সভাপতি মিলন বখত ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের নেতৃত্বে ইতোপূর্বে উপজেলার ৮টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে হঠাৎ করে বিগত ২৯ মার্চ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে রাজনগর উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করায় এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নতুন কমিটি ঘোষনায় কেউ কেউ খুশি হলেও অনেকেই ক্ষুব্দ প্রতিক্রিয়া ও হতাশা ব্যাক্ত করেছেন।
এদিকে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ দলীয় প্যাডে স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজনগর উপজেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে বিগত ২৯ মার্চ থেকে পরবর্তী ৯০ দিনের জন্য অনুমোদন দেয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে এ কমিটি উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার সম্মেলন সমাপ্ত পূর্বক উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন করবে।
এ ব্যাপারে নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি জানান, শীর্ঘই উপজেলা যুবলীগের বর্ধিত সভার মাধ্যমে সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
পূর্ববর্তী কমিটির সভাপতি মিলন বখত জানান, নতুন আহ্বায়ক কমিটি কিভাবে গঠন করা হলো তা জানিনা। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থানীয় যুবলীগের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটি গঠন করবে জেলা কমিটি। অথচ জেলা নেতৃবৃন্দ এ কমিটি গঠনের ব্যাপারে কিছুই জানেন না। তিনি আরো জানান, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে উভয়ের সমন্বয়ের মাধ্যমে দলীয় স্বার্থ অক্ষুন্ন রেখে পরবর্তী করনীয় ঠিক করবেন।
মন্তব্য করুন