রাজনগর-খেয়াঘাটবাজার-চাঁদনীঘাট ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করতে জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তাকে এলজিইডি’র চিঠি
স্টাফ রিপোর্টার॥ রাজনগর-খেয়াঘাটবাজার-চাঁদনীঘাট ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করতে এলজিইডি জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তাকে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।
সম্প্রতি এলজিইডির দেয়া (৪৬.০২.৫৮০০.০০০.১৬.০১৯.১৭) স্মারকে বলা হয়, রাজনগর হলদিগুল-চাঁদনীঘাট সদর পর্যন্ত ৪৪ কিলোমিটার সড়কের প্রথমাংশের রাজনগর অংশের ৮ কিলোমিটার যায়গার কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে অধিকতর ভারী বহনকারী ট্রাক দ্বারা গভীর রাতে চলাচল করায় ওই অংশটুকু ডেবে যায়। পরবর্তীতে এলজিডি সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির সত্যতা পেয়েছে। ওই স্কুলের পাশের ভবণ নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদার ক্ষতিগ্রস্থ যায়গা মেরামত করতে জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তাকে অনুরোধ করেন মৌলভীবাজার এলজিইিডির নির্বাহী প্রকৌশলী মোঃ আজীম উদ্দীন সরদার।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য সংস্কার হওয়া ওই ওয়াপধা সড়কের ৮ কিলোমিটার এলাকা একেবারে ডেবে গেছে। ওই কারণে রাতের আধারে দূর-দূরান্ত থেকে আসা মাইক্রোবাস গুলো নানা দূর্ঘটনার শিকার হচ্ছে।
মন্তব্য করুন