রাজনগর চা বাগানে কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ

September 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ নারী স্বাস্থ্য, শিশুদের শিক্ষা, স্যানেটারি ন্যাপকিন ব্যবহারের সুফল, পিরিয়ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার সুফল নিয়ে আলোচনা সভা ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
রোববার ২৬ সেপ্টেম্বর দুপুরে রাজনগর চা বাগানের রাজনগর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী ।
রাজনগর চা বাগান ব্যবস্থাপক মোঃ মহসীনের সভাপতিত্বে ও আলো দিশারী পাঠাগার রাজনগরের প্রতিষ্ঠাতা ও সভাপতি তামান্না আক্তার এর আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, রাজনগর সরকারি ডিগ্রী কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, রাজনগর সরকারি কলেজের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সঞ্জিত যাদব, ৬নং টেংরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান (ধন মেম্বার), স্বাস্থ্য প্রযুক্তিবিদ এম. খছরু চৌধুরী। অনুষ্ঠান শেষে ২৫ জন কিশোরীকে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com