রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন

September 11, 2017,

রাজনগর সংবাদদাতা॥ ১২৫ বছরের প্রাচীন এবং বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবীতে রাজনগরে এক বিশাল মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শুভানুধ্যায়ী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে এ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর বিদ্যালয় জাতীয়করণের দাবীতে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়।

মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজক কর্তৃক জানাযায়, বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ও ১২৫ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করন করতে রাজনগরের সর্বস্থরের শ্রেণি-পেশার মানুষ দাবী জানিয়ে আসছেন। বিগত ১৯৮৬ সালে এরশাদ সরকারের সময় বিদ্যালয়টি জাতীয়করণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তৎকালীন সময়ে রাজনৈতিক কারণে তা বাতিল করা হয়। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে ১৯৯১ সালে তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও যোগাযোগ মন্ত্রী অলি আহমদ (বীরবিক্রম) পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে এক সম্বর্ধনায় এলাকার সর্বস্তরের মানুষের দাবীর প্রেক্ষিতে জাতীয়করণের বিষযটি সক্রিয় বিচনার আশ্বাস দেন। ১৯৯২ সালে সরকার কর্তৃক ঐতিহ্যবাহী শতবর্ষী এ বিদ্যালয়ের সার্বিক দিক যাচাই বাচাই করে জাতীয়করণের ফিটলিষ্ট ভূক্ত করা হয়। কিন্তু ঐ সময়েও আর্থিক সমস্যার অজুহাত দেখিয়ে তা বাতিল করা হয়। বার বার তালিকা ভূক্ত করেও রাজনগরের আপামর জনসাধারণের প্রিয় এ বিদ্যাপীঠকে জাতীয়করণ থেকে বঞ্চিত করায় চরম ক্ষোভের সৃষ্ঠি হয়। বিগত ২০১১ সালে বর্তমান সরকার দেশের যেসব উপজেলায় সরকারী মাধ্যমিক বিদ্যালয় নাই এমন ৩১৫টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে মডেল উচ্চ বিদ্যালয়ে রুপান্তর কর্।ে পরবর্তীতে পর্যায়ক্রমে এগুলোকেই জাতীয়করন করা হচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও শিক্ষা বিষয়ক একটি অনলাইন পত্রিকায় রাজনগরের শতবর্ষী এ বিদ্যালয়ের পরিবর্তে উপজেলা সদর থেকে ৪কিঃমিঃ দূরবর্তী এবং অপেক্ষাকৃত নবীন অন্য আরেকটি বিদ্যালয়কে সরকারীকরণের তালিকায় দেখে রাজনগরের সর্বস্থরের জনমনে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়। এর জেরে বিগত ১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রাজনীতিবীদ, শুভানুধ্যায়ী, ম্যানেজিং কমিটি সহ সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে সরকারের প্রতি শতবর্ষের ঐতিহ্যবাহী রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের জোর দাবী জানান। তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য যে, ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ বহু গুণী ব্যক্তির জন্ম দিয়েছে। ১২৫ বছরের ইতিহাস বুকে ধারণ করে প্রায সাড়ে ৫শ শিক্ষার্থী ও ১৫জন (এমপিও/নন এমপিও) শিক্ষকের সমন্বয়ে রাজনগরের শিক্ষা প্রসারে ভূমিকা রেখে চলেছে এ বিদ্যাপীঠ। এ বিদ্যালয়ের অনেক ছাত্র আজ দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে অন্যতম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবীদ ড. কাজী খলিকুজ্জমান, মেজর জেনারেল(অব) আব্দুর রব, দিল্লী বিদ্যালয়ের অধ্যাপক জগজ্যোতি ভট্টাচার্য্য (স্বর্ণ পদক প্রাপ্ত) প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলা পরিষদের নিকটবর্তী রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে মোট জমির পরিমান-৫.৪৭ একর। বিদ্যালয়ে রয়েছে উপজেলার বৃহত্তম খেলার মাঠ, ছাত্র/ছাত্রীর সংখ্যা সাড়ে ৫শ, এবং রয়েছে পর্যাপ্ত অবকাঠামো। বিগত কয়েক বছরের এসএসসি, জেএসসি পরীক্ষার ফলাফলও সন্তোষ জনক। এছাড়া বিদ্যালয়টি এসএসসি ও জেএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ বিদ্যালয়টি জাতীয়করণ করলে সরকারের তেমন অবকাঠামো ব্যয় হবেনা এবং উপজেলা কমপ্লেক্সের নিকটবর্তী হওয়ায় সরকারী কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের এমনকি এলাকার স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের পর্যাপ্ত সুবিধা সহ লেখা-পড়ার সুযোগ সৃষ্ঠি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com